বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ‘চতুর্থ শিল্প বিপ্লব এর চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ বিষয়ে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত দিনব্যাপী এ কর্মশালা দু’টিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া। কর্মশালায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর ইতিহাসে বিরল ব্যক্তিত্ব যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পন করছে।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন যথাক্রমে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. এয়নুল হক এবং পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান। প্রথম কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান ও পরিচালকবৃন্দ এবং দ্বিতীয় কর্মশালায় গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।