বল হাতে মুস্তাফিজের বিবর্ণ দিনে জিতল দুবাই

0
বল হাতে মুস্তাফিজের বিবর্ণ দিনে জিতল দুবাই

পাওয়ার প্লেতে দুই ওভারে বোলিং খারাপ করলেন না মুস্তাফিজুর রহমান। তবে শেষ দিকে দুই হাতে রান বিলিয়ে দিলেন তিনি। বাংলাদেশের তারকার বিবর্ণ দিনে অবশ্য জিতল তার দল দুবাই ক্যাপিটালস।

আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ক্যাপিটালসের জয় ৯ রানে। আবুধাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) ১৯৬ পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৮৭ রানে আটকে রাখে তারা। আসরে নিজের প্রথম দুই ম্যাচে দারুণ বোলিংয়ে ৪ উইকেট নেওয়া মুস্তাফিজ এদিন চার ওভারে ৪৭ রান দিয়ে পান একটি উইকেট। প্রথম দুই ওভারে ১৫ রান দেওয়া বাঁহাতি পেসার পরের দুই ওভারে দেন ৩২।

ক্যাপিটালসের জয়ের ভিত গড়ে দেন শায়ান জাহাঙ্গির। ১০ চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ-সেরা যুক্তরাষ্ট্রের এই ব্যাটসম্যানই। ২৪ বলে ৩৮ রানের ক্যামিও আসে রভম্যান পাওয়েলের ব্যাট থেকে। ১১১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নাইট রাইডার্সের অবিশ্বাস্য এক জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেননি আন্দ্রে রাসেল। ৪টি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং পেয়ে প্রথম পাঁচ বলে কেবল ৩ রান দেন মুস্তাফিজ। তার শেষ বলে চার মারেন ফিল সল্ট। রান আসে মোট ৭। মুস্তাফিজের পরের ওভারে প্রথম চার বলে আসে কেবল তিনটি সিঙ্গল। এরপর দেন ওয়াইড। পঞ্চম বলে চার মারেন শেরফেইন রাদারফোর্ড। এই ওভারে আসে ৮ রান। দ্বাদশ ওভারে শর্ট থার্ডম্যানে দারুণ ডাইভিং ক‍্যাচ নিয়ে ব্র্যান্ডন ম্যাকমুলানকে ফেরাতে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ। নিয়মিত উইকেট হারিয়ে, ১৫ ওভার শেষে নাইট রাইডার্সের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১১৩। শেষ পাঁচ ওভারে দরকার পড়ে ৮৪ রান।

এরপরই দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। এবার তার প্রথম বলে লেংথ ডেলিভারি ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মারেন রাসেল। শেষ বলে ছক্কা মারেন জেসন হোল্ডার। ওভারে আসে মোট ১৮ রান। অষ্টাদশ ওভারে আবার প্রথম বলে ছক্কা হজম করেন মুস্তাফিজ। এবার তার প্রথম ও চতুর্থ বল ছক্কায় ওড়ান হোল্ডার। পঞ্চম বলে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ফিরিয়ে উইকেটের দেখা পান মুস্তাফিজ। এই ওভারে তিনি দেন ১৫ রান।

এবারই প্রথম আইএল টোয়েন্টিতে খেলছেন মুস্তাফিজ। অভিষেকে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে চার ওভারে ২৬ রানে ২ উইকেট নেন তিনি। পরদিন নাইট রাইডার্সের বিপক্ষে তিনি ২ উইকেট শিকার করেন তিন ওভারে ২২ রান দিয়ে। মাঝে সপ্তাহ খানেক বিরতির পর আবার খেলতে নেমে আর ভালো করতে পারলেন না ৩০ বছর বয়সী পেসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here