বলিভিয়ার বিপক্ষে খেলেননি কেন মেসি?

0

বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে মেসিকে ছাড়াই জয় তুলে নিল স্ক্যালোনির শিষ্যরা। এনজো ফার্নান্দেজ, নিকোলাস তালিয়াফিকো এবং নিকোলাস গনসালেসের গোলে গতকাল (মঙ্গলবার) রাতে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এদিন কেবল একাদশেই নয়, স্কোয়াডেও ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা। তাই তিনি চোটে পড়েছেন কিনা এবং তার মাত্রা কতটা তা নিয়ে আলোচনা শুরু হয়।

এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা মেসির না থাকা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। তিনি চোটে পড়েছেন কিনা এবং তার মাত্রা কতটা তা নিয়ে আলোচনা শুরু হয়। অবশ্য ম্যাচ শেষে তার উত্তর দিয়েছেন কোচ স্কালোনি, ‘খেলার জন্য প্রস্তুত ছিল না লিও (মেসি)। তাই আমরা ওকে নিয়ে ঝুঁকি নিইনি। গতকাল সে ফিট হওয়ার চেষ্টা করেছে, তবে পুরোপুরি স্বস্তিতে ছিল না। আর ওকে এই ম্যাচে খেলানোর দরকার ছিল না, কারণ, সামনে আরও গুরুত্বপূর্ণ সময় আসছে। এই জায়গাটা অনেক কঠিন ছিল। এমনকি মাঠে নামলেও ওর ক্ষতি হতে পারত।’

লাপাজের সাড়ে ৩ হাজার মিটার উচ্চতায় আগেরদিনও অস্বস্তির কথা জানিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজরা। তাই তো ভিন্ন কৌশলে এদিন শিষ্যদের নামিয়ে ছিলেন স্কালোনি। প্রতিপক্ষ বলিভিয়ার ওপর তেমন চাপ প্রয়োগ করেননি তার শিষ্যরা, তবে সুযোগ বুঝে ঠিকই গোলের সুযোগ তৈরি করেছিলেন। যা কাজে লাগানোয় তিনবার তারা দেখাও পান জালের।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here