বলিউড অভিনেতা টিকুর অবস্থা সংকটাপন্ন

0

হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউড অভিনেতা টিকু তালসানিয়া মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

জানা গেছে, ৭০ বছর বয়সী এই অভিনেতার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন টিকু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার অবস্থা বেশ সংকটজনক বলে জানা গেছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গত শুক্রবার রাতে টিকু তালসানিয়া মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এক গুজরাটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন। ছবি দেখার পর তিনি আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন।

বিভিন্ন ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী, টিকু বেশ কয়েকবার বমি করেছিলেন। তাকে হুইলচেয়ারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে আসেন টিকু। এরপর একে একে ছোট পর্দা ও পরবর্তীকালে বড় পর্দাতেও তার অভিনয়ের দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন।  

১৯৮৪ সালে প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ তে অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৬ সালে রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে পড় পর্দায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও দুটি ছবিতে কাজ করেছিলেন তিনি।

২০২৪ সালে টিকুকে শেষবার ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে পর্দায় দেখা গিয়েছিল। ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here