প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে যে বলিউড অভিনেত্রীকে দেখা যায় তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। রেড কার্পেটে হাঁটার সময় তার সাজপোশাক নিয়েও চর্চা হয়। এ বছরও কান-এ নজর কাড়লেন তিনি। প্রথম দিন সোনালি ও ধূসর রঙের গাউনে সেজেছিলেন অভিনেত্রী, যা প্রশংসিতও হয়েছে। মূল অনুষ্ঠানে আত্মপ্রকাশ করার আগে মর্যাদাব্যঞ্জক এক উৎসবে সাক্ষাৎকার দিলেন ঐশ্বরিয়া। সে দিন সেজেছিলেন ঝলমলে সবুজ পোশাকে।
তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পোন্নিয়ান সেলভান ২’ নিয়ে কথা বলছিলেন তিনি। নন্দিনী এবং তার মা মান্দাকিনী দেবীর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। তার অভিনয় সাধুবাদও পেয়েছে। কিন্তু এই সম্মান তো বলিউড থেকেও আসতে পারত? পেতে পারতেন এমন কোনও ওজনদার চরিত্রের প্রস্তাব। ঐশ্বরিয়ার ক্যারিয়ার প্রসঙ্গে জমে থাকা কিছু কৌতূহলের নিরসন হল কথাপ্রসঙ্গে।
তিনি আরও বলেন, “মণি রত্নম বা তার মতো পরিচালকদের কুর্নিশ করি এই জন্য যে, এই রকম একটা সৃষ্টি তারা করতে পারেন। তাদের সঙ্গে কাজ করাও তাই খুব আনন্দের। যখন সেই ছবির এমন একটা ফলাফল পাওয়া যায়, মনে হয় এমন একটা কাজ করতে পেরে গর্বিত হয়েছি। ‘পোন্নিয়ান সেলভান’-এর কাজ আমাদের অসম্ভব তৃপ্তি দিয়েছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।”