এবার বলিউডে পা রাখছেন আমির খান পুত্র জুনায়েদ খান। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মহারাজা’। যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিনয়ে অভিষেক করতে যাচ্ছেন জুনায়েদ। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। খবর হিন্দুস্তান টাইমস।
‘মহারাজ’-এ আরও অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ এবং শালিনী পান্ডে। সিনেমাটি পরিচালনা করছেন ‘হিচকি’খ্যাত
নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রা। জানা গেছে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘মহারাজ’ ডেভিড বনাম গোলিয়াথের গল্প যা ১৮০০-এর দশকে সেট করা হয়েছে।
উল্লেখ্য, জুনায়েদ আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের সংসারের প্রথম সন্তান। রীনার সঙ্গে আমিরের আরেকটি সন্তান রয়েছে। তাদের মেয়ে ইরা খান। আমির পরে কিরণ রাওকে বিয়ে করেন। সেই সংসারেও তাদের এক ছেলে রয়েছে, যার নাম আজাদ রাও খান। সম্প্রতি আমির এবং কিরণের বিবাহবিচ্ছেদ হয়েছে।