বলিউডের স্নিগ্ধজিতে’র কণ্ঠে মাতলেন সাঞ্জু-অধরা

0

আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে চোরাচালান আর সীমান্ত এলাকার মানুষের জীবনচক্র নিয়ে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’। এর আগে, অনলাইনে অবমুক্ত হলো ছবিটির প্রথম গান। বলিউডের স্নিগ্ধজিতে’র কণ্ঠে ‘জানরে’ শিরোনামের এই গানে নজর কেড়েছেন সাঞ্জু জন ও অধরা খান।

ঋত্বিক রোশানের ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন স্নিগ্ধজিত। তার কণ্ঠে বাংলা গান আর সাঞ্জু-অধরার রসায়ন- ভক্তদের মুগ্ধ করেছে বলে নেট মাধ্যমে জানা যাচ্ছে। গান প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ছবিটির কোনো ক্ষেত্রেই কোনো কম্প্রোমাইজ করিনি। এই ছবির গল্পই মূল নায়ক। অভিনয় শিল্পীরাও দারুণ অভিনয় করেছেন। এ কারণে গানের ক্ষেত্রেও এক নতুন মাত্রা পাচ্ছে দর্শক শ্রোতারা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here