বহু দিন ধরেই শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম কাজ নিয়ে আলোচনা চলছে। ছোটবেলা থেকেই প্রচারের আলোয় বেড়ে ওঠা, ক্যামেরার ঝলকানি তার নিত্যসঙ্গী। কিন্তু বাবার মতো ক্যামেরার সামনে যে তিনি থাকবেন না, সে খবর সকলের জানা। কারণ, আরিয়ানের পছন্দ ক্যামেরার নেপথ্যের কাজ।
ইতোমধ্যেই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে তার। সদ্য নিজের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান। সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে পরিচালক আরিয়ানের আত্মপ্রকাশ। নিজের প্রথম কাজে বলিউডের বাদশাহকে ‘অ্যাকশন’ বলার সুযোগ পেয়েছেন তিনি। তবে এবার আর কয়েক মিনিটের কাজ নয়, গোটা ওয়েব সিরিজ বানাতে চলেছেন শাহরুখ-পুত্র।
গত বছর শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। এতে তিনি জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এবার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা।
শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত ছবির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর সেখানেই রয়েছে চমক। ক্যামিয়ো চরিত্রে থাকবেন শাহরুখ খান ও রণবীর সিং। অভিনেতা রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর থাকছেন মুখ্য চরিত্রে। ছ’টি এপিসোডের এই সিরিজে আর কী কী চমক অপেক্ষা করছে, এখন সেটাই দেখার।