বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু

0
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু

ভারতীয় হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। 

শুক্রবার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। 

কামিনী কৌশলকে শেষবার পর্দায় দেখা গেছে শাহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত কবির সিং সিনেমায়। তাকে দেখা গিয়েছিল আমির খানের লাল সিং চাড্ডা সিনেমাতেও। 

১৯২৭ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন কামিনী। ছোটবেলা থেকেই নাচ, গান, অভিনয়ের প্রতি টান ছিল তার। দেশভাগের পর ভারতে আসায় মুম্বাইয়ে ধীরে ধীরে সিনেমার সঙ্গে যুক্ত হতে শুরু করেন। প্রায় ৯০টি সিনেমায় অভিনয় করেছেন কামিনী। 

শহিদ, নদিয়া কে পার, আরজু, বিরজ বাহু, ঝঞ্ঝর, বড়ে সরকার, জেইলার, নাইট ক্লাবের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী। তার অভিনীত নিচা ঘর সিনেমা ১৯৪৬ কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। জিতে নিয়েছিল পামে ডিয়োর পুরস্কারও।

কামিনী কৌশল অভিনয় করেছেন, দিলীপ কুমার, রাজ কাপুর, দেব আনন্দ, অশোক কুমারের মতো হিরোদের সঙ্গে। দাপুটে হিরোর পাশে অভিনয় করেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অভিনেত্রী। হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেত্রীকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here