বলিউডের নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন ঐশ্বরিয়াও

0

বলিউডে একসময় কোণঠাসা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! এখন আর তাকে তেমন একটা বলিউড ছবিতে দেখা যায় না। প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন হলিউডে। তবে এভাবে শুধু প্রিয়াঙ্কাই নন, বলিউডে কোণঠাসা করে ফেলা হয়েছিল ঐশ্বরিয়া রায়কেও। সম্প্রতি বলিউডের ‘নোংরা রাজনীতি নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। এই বিতর্কের মাঝে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ায় পুরানো একটি সাক্ষাতকার, যেখানে নোংরা রাজনীতি প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। 

সিমি গারেওয়ালের শো-তে ঐশ্বরিয়া জানিয়েছেন একসময় তার হাত থেকে রাতারাতি চলে গিয়েছিল একাধিক ছবির কাজ। ভিডিওতে সিমি শাহরুখের নাম উল্লেখ করে ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করেন, ‘আপনাদের তো একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করার কথা ছিল তাই না? বীর জারা তো তোমার জন্যই লেখা হয়েছিল।’ উত্তরে ঐশ্বরিয়া বলেন, ‘আমার সঙ্গে কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে কেন যে সেগুলো কোনো কারণ ছাড়াই হয়নি। সেই উত্তর আমার কাছে নেই।’

সিমি ঐশ্বরিয়ার কাছে জানতে চান তিনি শাহরুখকে কখনও এই ব্যাপারে প্রশ্ন করেছেন কি না। জবাবে ঐশ্বরিয়া বলেন, ‘এটা আমার স্বভাবের মধ্যে নেই। যদি তিনি তা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বোধ করেন, তবে করবেন। যদি তারা কখনও না করেন, সেটাও তাদেরই ইচ্ছে।’ সালমান খানের সঙ্গে ব্রেকআপের কারণেই ঐশ্বরিয়ার এসব প্রোজেক্ট হাতছাড়া যায় বলে ধারনা বলিউড ইন্ডাস্ট্রিরই বড় একটা অংশের। সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here