ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্লিং হালান্ড। এই মৌসুমেই ইপিএলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলা শুরু করেন হালান্ড।
সিটিজেনরাও এবার ইপিএল শিরোপা তুলেছে নিজেদের ঘরে।
এই মৌসুমে ৩৫ ম্যাচে ৩৬ গোল করেছেন হালান্ড। ভেঙে দিয়েছেন ইপিএল রেকর্ড। আগে এক মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোল করার রেকর্ড ছিল প্রিমিয়ার লিগে।
এমন কীর্তিতে হালান্ড বলেছেন, ‘আমি একই সাথে দুই পুরস্কার জয় করা প্রথম খেলোয়াড় হতে পেরে আনন্দিত।’ ‘এটা প্রিমিয়ার লিগে আমার জন্য অবিশ্বাস্য প্রথম মৌসুম। গত সপ্তাহেই আমরা ট্রফি সমর্থকদের সামনে তুলে ধরেছি। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’