বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, জনপ্রিয়তায় শীর্ষে ঋতুপর্ণা

0

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন। অন্যদিকে দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট হিসেবে নির্বাচিত হয়েছেন নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা।

শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। পুরস্কারের জন্য বিবেচনায় নেওয়া হয় দেশের খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রের সেরা ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টদের।

বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার) নির্বাচিত হওয়ার দৌড়ে মিরাজ পেছনে ফেলেন সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা ও অলিম্পিক কোয়ালিফায়ার আর্চার সাগর ইসলামকে। অন্যদিকে ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’-এর লড়াইয়ে ঋতুপর্ণা এগিয়ে যান মিরাজ ও পেসার নাহিদ রানার চেয়ে।

সম্মাননা পেলেন যারা:
বর্ষসেরা ক্রীড়াবিদ: মেহেদী হাসান মিরাজ (চ্যাম্পিয়ন – ক্রিকেট)
ঋতুপর্ণা চাকমা (রানারআপ – ফুটবল)
সাগর ইসলাম (রানারআপ – আর্চারি)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড:
ঋতুপর্ণা চাকমা (ফুটবল)
অন্যান্য বিভাগে বিজয়ীরা:
বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা
বর্ষসেরা আর্চার: সাগর ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড): জহির রায়হান
উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়
বর্ষসেরা দলগত সাফল্য: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল
সক্রিয় সংস্থা: যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি
বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি)
তৃণমূল ক্রীড়াব্যক্তিত্ব: বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি)
বর্ষসেরা সংগঠক: মো. ইমরুল হাসান (সভাপতি, বসুন্ধরা কিংস)
বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (২০১০ এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক)

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here