বর্ষসেরা ক্রিকেটারের (স্যার গ্যারি সোবার্স ট্রফি) সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট। তাদের সঙ্গে আরও জায়গা পেয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আগামী জানুয়ারির শেষ দিকে সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
টেস্টে এ বছর বেশ ধারাবাহিক ছিলেন ব্রুক। ১২ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিসহ ৫৫ গড়ে ১ হাজার ১০০ রান করেছেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ তো বটেই দেশের বাইরেও দাপিয়ে বেড়িয়েছেন ডানহাতি এই ব্যাটার। তার ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে ভর করে ১৬ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জেতে ইংল্যান্ড। শুধু তা-ই নয়, রুটকে উঠেছে র্যাংকিংয়ের চূড়ায়ও।
রঙিন পোশাকে অবশ্য তেমন নিয়মিত ছিলেন না ব্রুক। তবে ৫ ওয়ানডেতে ৩১২ রান ও ৬ টি-টোয়েন্টি ইনিংসে ১৬৩ রান করেছেন তিনি। এ বছর সীমিত ওভারের ক্রিকেটে দেখা যায়নি জো রুটকে। তবে টেস্টে আলো ছড়িয়েছে তার ব্যাট। ১৭ ম্যাচে ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান নিয়ে বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। র্যাংকিংয়ের চূড়ায় ছিলেন বেশিরভাগ সময়। চোখ রাঙানি দিচ্ছেন শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ রানের রেকর্ডকেও।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে বক্সিং ডে টেস্টে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন জাসপ্রিত বুমরাহ। শুধু এই টেস্টই নয়, বছরটাই দারুণ কেটেছে ডানহাতি এই পেসার।
ভারতের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। সবমিলিয়ে ভারতের পেস অ্যাটাকের দায়িত্বের ভারটা নিজের কাঁধেই বয়ে চলেছেন তিনি। ওয়ানডে না খেললেও ১৩ টেস্টে কেবল ১৪.৯২ গড়ে ৭১ উইকেট ও ৮ টি-টোয়েন্টিতে ৮.২৬ গড়ে ১৫ উইকেট ঝুলিতে আছে তার।
বছরটি স্মরণীয়ভাবে কেটেছে ট্রাভিস হেডেরও। ১৫টি-টোয়েন্টি খেলে ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে ৫৩৯ রান করেছেন তিনি। ৫ ওয়ানডেতে একটি সেঞ্চুরিসহ ২৫২ রান এসেছে তার ব্যাট থেকে। তবে টেস্টে বরাবরের মতো মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার নির্ভরতার প্রতীক থেকেছেন বাঁহাতি এই ব্যাটার। ৯ টেস্ট খেলে ৩ সেঞ্চুরিসহ ৪০.৫৩ গড়ে ৬০৮ রান করেছেন তিনি।