প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক রয়েছে। তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে।
রোববার বরিশাল নগরীর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশাল জেলার বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, আমরা শিক্ষার মানোন্নয়নে জোর দিচ্ছি। যেসব শিক্ষক প্রশিক্ষণ পাননি, তাদেরকে পিটিআই-এর মাধ্যমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও চলমান থাকবে। ঠিকাদার থেকে মানসম্মত কাজ বুঝে নেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরও উন্নয়ন কার্যক্রম তদারকিতে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, মুখস্থ নৈতিকতার জ্ঞান দিয়ে নৈতিকতা উন্নয়ন সম্ভব নয়। মানুষ ও প্রকৃতির প্রতি ভালোবাসার মাধ্যমেই শিশুরা নৈতিকতার শিক্ষা গ্রহণ করে। প্রাথমিক শিক্ষকদের প্রধান দায়িত্ব হলো শিশুদের পড়তে ও লিখতে শেখানো। কারণ, লিখতে পারলে শিশুর চিন্তার পরিবর্তন ঘটে। শিক্ষকরা ভাষার সাক্ষরতা ও গাণিতিক জ্ঞান শিখিয়ে থাকেন। তাই শিক্ষা জীবনের শুরুতে শিশুদের জ্ঞানী করার চেয়ে দেখতে হবে যে, তারা পড়তে, লিখতে ও মনের ভাব প্রকাশ করতে পারছে কি না। এসময় তিনি শিশুদের পাঠদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।