বাঙালি সংস্কৃতি প্রবাস প্রজন্মে ছড়িয়ে দেয়ার সংকল্পে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘জ্যাকসন হাইটস ঈদ মেলা’। রবিবার (২৫ জুন) বিনোদন মাল্টিমিডিয়া সার্ভিসের ব্যানারে এই মেলা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলো জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন।
মেলার আয়োজক বিনোদন মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট, চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহাম্মেদের সভাপতিত্বে মেলার দুইপর্বে উদ্বোধনীতে ছিলেন স্টেট এ্যাসেম্বলী-ওম্যান ক্যাটালিনা ক্রুজ, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, শাহ গ্রুপের শাহ্ জে চৌধুরী প্রমুখ।
মেলার নানা পর্বে সাবলিল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আদিত্য শাহীন, জলি আহম্মেদ এবং রেজওয়ানা এলভিস। অনুষ্ঠানে ছিল দলীয় নৃত্য, বাংলাদেশ আর প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী, শেফালী সারগম, রেশমি মির্জা, শাহ মাহবুব সহ প্রবাসের শিল্পীরা। দলীয় নৃত্যে অংশ নেয় প্রিয়া ড্যান্স একাডেমীর শিল্পীরা।