বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ‘বর্ণমালা’

0

ক্রেয়নম্যাগ আয়োজিত ক্যালিগ্রাফি এবং টাইপোগ্রাফি প্রদর্শনী ‘বর্ণমালা’ র শেষদিন ছিল গত ১৩ মে।

ওই দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল থেকেই ছিল দর্শনার্থীদের আনাগোনা। দুপুর ৩.৩০ এ শুরু হয় ‘বর্ণমালা’র সমাপনী আয়োজন। 

সমাপনী অনুষ্ঠানের বক্তব্যের শুরুতে মুক্তিযোদ্ধা অ্যারোমা দত্ত বলেন, “বরাবরের মতো ক্রেয়নম্যাগ তার ভিন্নধর্মী পরিচয় বজায় রেখেছে। ইংরেজি, আরবি এসব ভাষা নিয়ে লিপিচিত্র অনেক হয়। বাংলা ভাষা, আদিবাসীদের ভাষা নিয়ে এরকম আয়োজন সত্যিই সময়োপযোগী।” 

অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ দর্শনার্থী ছাড়াও প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের অনেকেই। প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছেন।অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অরূপ বাউল, জান্নাতুল ফেরদৌস, শুভ্র ধর, আব্দুল বাতেন সরকার, মনোয়ার হোসেন শাহ, মো. মোরসালিন বিন কাশেম, ওবাইদুল্লাহ ওমর, উপল রায় চৌধুরী, মেহনাজ তাবাসসুম সহ আরও অনেকে। আয়োজনের শেষাংশে তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। 

এই আয়োজনে সাসটেনেবল ফ্যাশন এক্টিভিস্ট, শিল্পী ফায়জা আহমেদ অংশ নিয়েছেন তার শিল্প সম্ভার নিয়ে। মুক্তিযুদ্ধ জাদুঘরে হল গ্যালারি ৬ এর এক অংশজুড়ে সাজানো রয়েছে তার শাড়ির সম্ভার। সেইসব শাড়িতে রয়েছে নানা রঙের, নানা বর্ণের ক্যালিগ্রাফি। 

সনদপত্র হাতে পেয়ে নিজের অভিব্যক্তি জানিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, “এরকম কোন প্রদর্শনীতে এই প্রথম আমার কাজের মাধ্যমে অংশ নিয়েছি। খুবই ভালো লাগছে আমার। ‘বর্ণমালা’র মতো আমাদের ভাষাকে নিয়ে এরকম ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফির আয়োজন আরও হওয়া উচিত।” 

ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, “গত বছর থেকে আমরা ক্যালিগ্রাফির প্রদর্শনী শুরু করি। এবছর বাংলা ভাষা ছাড়াও আমরা বাংলাদেশের সব ভাষার প্রতি দৃষ্টি দিয়েছি। এই আয়োজনের উদ্দেশ্য হলো আমাদের বর্ণমালার সংরক্ষণ করা। ক্রেয়নম্যাগ বরাবরই চেয়েছে আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্যকে ধারণ করতে এবং আমাদের কাজের মধ্যে দিয়ে তার পরিস্ফুটন ঘটাতে। গত বইমেলাতে বাংলা ভাষাতে আমাদের প্রথম বই ‘অসময়ের ডাক’ প্রকাশিত হয়েছে। এবারের প্রদর্শনী থেকে নির্বাচিত শিল্পকর্মগুলোকে নিয়েও পরবর্তীতে কফি টেবিল বুক বের করবো আমরা।”  

পরবর্তীতে বর্ণমালার আয়োজন আরো বড় পরিসরে হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 

১১ মে বর্ণমালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা-সাহিত্যিক, লেখক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এম জে এফ, ইউ এন ডি পি এর প্রোজেক্ট ম্যানেজার রেবেকা সুলতানা এবং বাংলা একাডেমির আজীবন সদস্য কবি গুলশান-ই-ইয়াসমীন। 

উদ্বোধনী বক্তব্যে সালমা আদিল বলেন, “বাংলা ভাষার প্রচার ও প্রসারে ক্রেয়নম্যাগ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্ণমালা প্রদর্শনীটি সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আশা করি এই উদ্যোগের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষা নিয়ে আরও বেশি সচেতন হবে।”

ব্যাকপেজ পি আর-এর পি আর সহযোগিতায় ক্রেয়নম্যাগ আয়োজিত এই প্রদর্শনীতে নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউএনডিপি এবং প্রচার সহায়তায় রয়েছে ভলেন্টিয়ার অপরচুনিটিজ। 

২০২০ সালে শুরু হওয়া ক্রেয়নম্যাগ একটি সামাজিক সংগঠন। সমাজের চলমান রীতি রেওয়াজ, অসমতা এবং এক পাক্ষিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কাজ করে প্রতিষ্ঠানটি। একই সাথে কাজ করে নিজেদের সংস্কৃতির বিকাশে। ইতিপূর্বে ক্রেয়নম্যাগ আয়োজিত অন্যতম ক্যাম্পেইনগুলোর মধ্যে রয়েছে, অসময়ের ডাক, নীরবতার পাপচক্র, ঋতুর সাথে হোক সন্ধি, নিউ নর্মাল থ্রু মাই আইজ ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here