প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় বিশ্বখ্যাত নিউইয়র্কের টাইমস স্কয়ার এবং আমেরিকায় বাঙালিদের বাণিজ্যিক রাজধানী খ্যাত জ্যাকসন হাইটসে ‘মঙ্গল শোভাযাত্রা’ ও শতকন্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নতুন বছর ‘১৪৩২’কে বরণ করা হয়েছে।
১২ ও ১৩ এপ্রিল দুদিনের অনুষ্ঠান উৎসর্গ করা হয় বাঙালি শিল্প-সাহিত্য-সংস্কৃতির মনীষী প্রফেসর ড. সঞ্জিদা খাতুনের স্মৃতির প্রতি। বৈরী আবহাওয়া সত্ত্বেও শনিবার (১২ এপ্রির) নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে জড়ো হওয়া শিল্পী-শ্রোতার সকলেই গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন বৈশাখ বরণের প্রতিটি পর্বে।
নিউইয়র্কের ‘এনআরবি ওয়ার্ল্ডওয়াইড’র উদ্যোগে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের সমাপনী দিনে ডাইভার্সিটি প্লাজায় বাঙালি পোশাকে সকল বয়সী প্রবাসীর ঢল নেমেছিল। সকলেই প্রাণের সঙ্গে প্রাণ মিলিয়ে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত রাখার সংকল্প ব্যক্ত করেছেন নাচ, গান আর কবিতায়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে গঠিত ‘বৈশাখী মেলা উদযাপন কমিটি’র অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে ছিল বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, রবীন্দ্র একাডেমি, আড্ডা, বিপা, উদীচী প্রভৃতি সংগঠন।
মূল শিল্পীদের মধ্যে ছিলেন সবিতা দাস, শাকিলা রুনা, রুনা রায়, পপি পাল, অরুনা সাহা, কানিজ আয়েশা, রাজু বিশ্বাস, সুপ্রিয়া চৌধুরী, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, সৃজিতা দাস হিরা, মুনমুন সাহা, সুমিত্রা সেন ভৌমিক, দীপক দাস, সুশীল সিনহা, শিখা রানী ঠাকুর প্রমুখ।