বরিশাল সমিতি মালয়েশিয়া’র ইফতার মাহফিল

0

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বরিশাল সমিতি মালয়েশিয়া। দেশটির রাজধানী কুয়ালালামপুরে হোটেল জি টাওয়ার বলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মঞ্জু খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর বরিশাল সমিতির প্রচার সম্পাদক বাদল কারার। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মাওলানা হাবীবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর বরিশাল সমিতির সহ-প্রচার সম্পাদক রিয়াজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর বরিশাল সমিতির উপদেষ্টা ডক্টর ফয়জুল হক।

আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ ফেনী জেলা, কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা, মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা জেলা সমিতির সিনিয়র নেতৃবৃন্দ। সংগঠনের সম্মানিত সভাপতি মঞ্জু খান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পরিশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার হযরত মাওলানা মোশতাক ফয়েজী। পীর সাহেব নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here