বরিশাল মেট্রোপলিটনের সড়ক নিরাপত্তা কমিটি এবং যাত্রী ও পণ্য পরিবহন কমিটির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম।
সভায় মেট্রোপলিটনের সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান এবং ফিটনেসহীন যান চলাচল ও চাঁদাবাজি বন্ধসহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেন পুলিশ কমিশনার।