বরিশালে ৮ দাবিতে কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

0
বরিশালে ৮ দাবিতে কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কক্ষ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার এ কর্মসূচি পালন করেছে বলে ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার জানিয়েছেন। 

তিনি জানান, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে ইনষ্টিটিউটের ৫৫১ জন শিক্ষার্থী পরীক্ষা বর্জন করেছে। পরে তারা তার কক্ষসহ (অধ্যক্ষ) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। বিকেলে তাদের শান্ত করে হলে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে তারা খুলে দেয়নি। 
অধ্যক্ষ আরো বলেন, শিক্ষার্থীদের বজর্ন করা পরীক্ষা পরবর্তিতে নেয়া হবে। 
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করা। 
শিক্ষার্থী মো. বরকাতুল্লাহ, শাহাদাত ও সালমান জানান, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেবে না। ততদিন ক্যাম্পাসে লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধ থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here