বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

0

বরিশাল-৫ (সদর) আসনের জাগুয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপনের ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ৮টার দিকে জাগুয়া ইউনিয়নের চণ্ডিপুর মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নির্বাচন কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপনের কর্মীরা জানান, বুধবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে আকস্মিক হামলা চালিয়ে ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় তারা ব্যানার ছিড়ে ফেলে। 

এদিকে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে রাতেই কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

কোতয়ালী মডেল থানার ওসি একেএম আরিচুল হক জানান, নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তদন্ত চলছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here