বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। শনিবার বিকেলে স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে এই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তারা।
পরে স্টেডিয়ামের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বরিশাল সদর ও বাবুগঞ্জে শিঘ্রই দুটি মিনি স্টেডিয়াম নির্মিত হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বরিশাল স্টেডিয়ামে বিপুল পরিমাণ বিদ্যুত বিল বকেয়া থাকার সংশ্লিস্টদের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি। বকেয়া অর্থ পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হোসেন চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, ক্রীড়া সংগঠক মঞ্জুরুল আহসান ফেরদৌস ওমাহবুব মোর্শেদ শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।