বরিশালের মুলাদী থেকে আগ্নেয় ও দেশীয় অস্ত্র, হাতবোমা তৈরির সরঞ্জামসহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী।
অভিযানটি মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত মুলাদী ও হিজলা ক্যাম্পে পরিচালিত হয়।
পরবর্তী দুপুরে মুলাদী উপজেলার আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে মুলাদী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন— বালিয়াতলী গ্রামের ইব্রাহীম তালুকদারের ছেলে জোবায়ের তালুকদার (২৬), দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২৫), মন্তাজপুর গ্রামের রহিম হাওলাদারের ছেলে রহমাতুল্লাহ (২৫), পশ্চিম বালিয়াতলী গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে তোফাজ্জেল (২৫), উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আনিচ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৫), নেকমত আলী ব্যাপারীর কন্যা লাবন ব্যাপারী (২৮), মোকলেছুর রহমান সরদারের কন্যা মোরশেদা (৪৫) এবং সরোয়ার হোসেনের কন্যা মিতু (২০)।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাহিদের নেতৃত্বে ৩০ জন ও মুলাদী সেনা ক্যাম্প কমান্ডার মেজর তৌফিকের নেতৃত্বে ৫৫ জনসহ মোট ৮৫ জন সেনা সদস্য বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, একটি রিভলভার এবং হাতবোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
মুলাদী সেনা ক্যাম্প কমান্ডার মেজর তৌফিক জানান, আটক সবাইকে থানায় হস্তান্তর করা হয়েছে। মুলাদী থানার পরিদর্শক মো.
মোমিনউদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

