বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল সিকদার ওরফে রুস্তুমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
রুবেল সিকদার ওরফে রুস্তুম ওই উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের আশরাফ আলী সিকদারের ছেলে। ছদ্মনাম ধারণ করে সে বাকেরগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ।