বরিশালের মেহেন্দিগঞ্জের সাদেকপুর গ্রামে শৌচাগারে পাওয়া নবজাতক শিশুটিকে বাঁচানো যায়নি। সোমবার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ।
গত ১৭ নভেম্বর ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য উপজেলার সাদেকপুর গ্রামের বাসিন্দা মতিন হাওলাদার পুকুরে অজু করতে যায়। ফেরার সময় পুকুরের পাড়ে শৌচাগারে শিশুর কান্না শুনতে পায়। পরে প্রতিবেশিসহ পরিবারের সদস্যদের নিয়ে শৌচাগারে গিয়ে কাপড়ে পেচানো সদ্য নবজাতকে ছেলে শিশুকে উদ্ধার করেন। অসুস্থ থাকায় শিশুটিকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ বলেন, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্বান্ত অনুযায়ী শিশুটিকে মতিন হাওলাদারের জিম্মায় দেয়া হয়। রবিবার বিকেলে মতিন হাওলাদার জানিয়েছে, শিশুটি গুরুতরভাবে অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। তখন তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করার পরামর্শ দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশুটি মারা গেছে।
সঠিক কি রোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়ে জানেন না জানিয়ে সমাজসেবা কর্মকর্তা বলেন, শীত মৌসুম হওয়ায় শিশুটি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

