বরিশাল নগরীতে তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শেষ হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার দুপুরে বরিশাল বিভাগীয় ইজতেমা শেষ হয়।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর হেদায়েত, শান্তি ও কল্যাণ কামনায় আল্লাহর দরবারে দু’হাত তুলে বিশেষ মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান।
নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পোল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং এলাকার প্রায় ১৪ একর বিস্তৃত মাঠে গত ১৮ ডিসেম্বর শুরু হয় তাবলীগ জামায়াতের এই বিভাগীয় ইজতেমা। এতে বরিশাল বিভাগের ছয় জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকেও কয়েক লাখ মুসল্লি অংশ নেন।
ইজতেমার তিন দিনে সকাল থেকে রাত পর্যন্ত দেশ-বিদেশের খ্যাতনামা আলেমদের বিভিন্ন ভাষায় বয়ান অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা ইমান, আখলাক ও দ্বিনের বিভিন্ন শিক্ষা গ্রহণ করেন এবং দ্বিনের দাওয়াতে বের হওয়ার নিয়ত করেন।

