বরিশালে শিশু কল্যাণ কার্যক্রম সমন্বয় সভা অনুষ্ঠিত

0
বরিশালে শিশু কল্যাণ কার্যক্রম সমন্বয় সভা অনুষ্ঠিত

শিশুদের মানসিক বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে সিটি করপোরেশনের কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এসময় রেজাউল বারী বলেন, আজকের শিশুরা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। তাদের মানসিক বিকাশ, সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সবার। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, পুষ্টি এবং স্বাস্থ্যসেবা গড়ে তুলতে সরকারের সঙ্গে বেরসরকারি সংস্থাগুলো এগিয়ে আসলে কাঙিক্ষত অর্জন করা সম্ভব হবে। 

শিশু কল্যাণ কার্যক্রমের সমন্বয় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশন ও ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। সভায় বিসিসির কর্মকর্তা ও করপোরেশেনের ৩০টি ওয়ার্ডের সচিবরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্টিফেন হালদার রুবেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিসির সচিব রুম্পা সিকদারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here