বরিশালে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

0

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় এক শিশুকে ধর্ষণ শেষে হত্যা মামলার রায়ে মো. রাসেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আাসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রাসেল নগরীর পলাশপুর ৮ নম্বর গুচ্ছ গ্রামের বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে। 

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২৩ আগষ্ট রাসেল পাশের ঘরে একটি শিশুকে (১৩) একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি এ ঘটনা তার বাবা-মায়ের কাছে বলে দেবে বলে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে রাসেল শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে সহযোগী পলাশ মোল্লার সহায়তা ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। শিশু কন্যার মা ঘরে ফিরে এলে ওই দুইজনকে পালিয়ে যেতে দেখে এবং শিশু কন্যাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে ডাক-চিৎকার করেন। এ ঘটনায় ২৪ অগাষ্ট শিশু কন্যার বাবা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাসেল ও পলাশকে অভিযুক্ত করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here