বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অভিযোগে ৩৩ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এই অভিযান পরিচালিত হয়। আটকৃতদের মধ্যে ২৮ জনকে ১৮ দিন করে কারাদণ্ড এবং অন্য ৫ জনকে মুচলেকায় মুক্তি দেয়া হয়।
হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজ জানান, গত বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মেঘনার নদীর অভয়াশ্রমে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগে ৩৩ জন জেলেকে আটক করা হয়। এরমধ্যে অপ্রাপ্ত বয়স্ক ৫ জনকে মুচলেকায় মুক্তি দেয়া হয়। দোষ স্বীকার করায় অপর ২৮ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের ভ্রাম্যমাণ আদালত।