বরিশালে বাংলা নববর্ষ উদযাপন

0

বরিশালে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে উদীচী, বরিশাল নাটক ও চারুকলা। এছাড়া বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।   

আজ পহেলা বৈশাখ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত, মঙ্গলগীত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা, রাখি বন্ধনসহ মঙ্গল শোভাযাত্রার ভার্চুয়াল উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।  

শোভাযাত্রায় আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে কৃত্রিম বাঘ, টাট্টু, ঘোড়া, পাখি, বাঁশি বাদক রাখালের ভাষ্কর্য, লোকচিত্র, মুখোশ, রাখি ও মুকুট নিয়ে অংশ নেয় তারা।

এছাড়াও সকাল ১০টায় আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা। পহেলা বৈশাখ থেকে ৩ বৈশাখ পর্যন্ত বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ৩৯তম উদীচী বৈশাখী মেলার। প্রতিদিন সন্ধ্যায় মেলা মাঠে আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

নতুন বছরে সবার মঙ্গল কামনা করেছেন অংশগ্রহণকারীরা।

বরিশালে প্রতিবছর দুটি মঙ্গল শোভাযাত্রা হলেও এবছর সম্মিলিতভাবে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সব ধর্ম বর্ণ ও বয়সের মানুষের অংশগ্রহণে এবারের বাংলা বর্ষবরণ উৎসব মুখর হয়েছে বলে জানান উদীচী বরিশাল সভাপতি সাইফুর রহমান মিরণ। 

আজকের এই দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এদিকে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কোতয়ালী থানার ওসি মো. আনোয়ার হোসেন।

পহেলা বৈশাখ কে কেন্দ্র করে বরিশালে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here