বরিশালের মেঘনা নদীতে নিষিদ্ধ ঘোষিত জাল দিয়ে মাছ শিকারের দায়ে পাঁচ জেলেকে জরিমানা করা হয়েছে। বুধবার হিজলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিঘত কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় ৫ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ হাজার মিটার কারেন্ট জাল।
পরে প্রত্যেক জেলেকে তিন হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ও মুচলেকা দিয়ে জেলেরা মুক্ত হয়েছে। উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

