বরিশালে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

0
বরিশালে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ব্যবসায়ীর গোডাউন থেকে র‌্যাব-৮ সদস্যরা মজুদকৃত ৯২০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করে। শুক্রবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার  (ভূমি) তন্ময় হালদার জরিমানা করেন। 

জরিমানা দেয়া ব্যবসায়ী হলেন-বাকেরগঞ্জের সাহেবগঞ্জ এলাকার মন্দিরা ষ্টোরের প্রোপাইটার গোপাল কর্মকার। সে উপজেলার কলসকাঠি গ্রামের মানিক কর্মকারের ছেলে। 
র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গোপন খবরে তারা জানতে পারেন মন্দিরা ষ্টোরের গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন মজুদ রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান করে গোডাউন থেকে ৯২০ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে গোপাল কর্মকারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা দিয়ে ভবিষ্যতে এ ধরনে কর্মকান্ড না করার মুচলেকাও দিয়েছেন ব্যবসায়ী গোপাল কর্মকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here