বরিশালে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

0

বরিশালের বাবুগঞ্জে গত তিনদিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে বাড়ির পাশের বাগান থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। 

নিখোঁজ ওই স্কুলছাত্র হলো রাব্বি হাওলাদার (১৮)। সে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। রাব্বি উপজেলার মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো। এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার জানান, রাব্বি হাওলাদার মাদকাসক্ত ছিলো। এলাকার বখাটে ও মাদকাসক্তদের সাথে চলাফেরা করতো। গত ১৯ জানুয়ারী রাত একটার দিকে বাসা থেকে বের হয় সে। পরে রাত দুইটার দিকে তার বড় ভাই তার ফোনে কল করলে সে পরে আসবে জানিয়ে ঘুমিয়ে পড়তে বলে। এরপর থেকে রাব্বির কোন খোঁজ ছিলো না। নিখোঁজের ঘটনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) থানায় সাধারন ডায়েরী (জিডি) করে। পুলিশ তদন্ত করে জানতে পারে বাড়ির পাশের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকার বাগানে মধ্যে লাশ রয়েছে। সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। 

ওসি বলেন, রাব্বির মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here