বরিশালে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

0
বরিশালে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

বরিশাল নগরীর বেলস পার্কে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনসহ নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 

দিনটি পালনে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য, দলিলপত্র প্রদর্শনী হয়েছে। কীর্তনখোলা নদীর পাড়ে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘অদম্য’ উন্মুক্ত ছিলো। 

এছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সুবিধাজনক সময়ে স্থানীয় সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার পরিবেশন করার ব্যবস্থা করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনগুলোতে আলোকসজ্জার মাধ্যমে আলোকিত করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here