বরিশালে দুই দল তরকারী বিক্রেতার সংঘর্ষে একজন নিহত, আহত ৪

0

বরিশাল নগরীর কাশীপুর পোস্ট অফিস বাজারে দুইদল তরকারী ব্যবসায়ীর সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টায় কাশীপুর পোস্ট অফিস বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী মো. সোহেল রানাকে (৫০) পুলিশ আটক করেছে। নিহতের লাশ মর্গে প্রেরন করা হয়েছে। আহত ৪ জনকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

নগরীর বিমান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, কাশীপুর পোস্ট অফিস বাজারে মাইকিং করে ভ্যানে নিয়ে কাঁচা মরিচ ও তরকারী বিক্রি করছিলো সোহেল রানা। এতে অন্য তরকারী ব্যবসায়ীদের ব্যবসায়ীক ক্ষতি হচ্ছিলো। এ সময় তারা তাকে সেখান থেকে অন্যত্র চলে যেতে বলে। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে হয়। এ সময় কামাল, মালেক, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেনকে ছুরিকাঘাত করে সোহেল রানা। এতে তারা রক্তাত্ব আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করে। হাসপাতালে নেয়ার পর কামাল হোসেন সরদারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে এই হামলার পর কাশীপুর বাজারের ব্যবসায়ীরা হামলাকারী সোহেল রানাকে বেঁধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। 

পুলিশ পরিদর্শক লোকমান হোসেন জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here