মেয়াদোত্তীর্ণ রংসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে বরিশাল নগরীর তিনটি হার্ডওয়ারের দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অপূর্ব অধিকারী বলেন, নগরীর লাইন রোডের হার্ডওয়ারের দোকানে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ না থাকা, অতিরিক্ত দামে বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিন দোকানির কাছ থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, এর মধ্যে লাইন রোডের নিপ্পন রংয়ের কৌটায় মেয়াদ না থাকায় মেসার্স কমান্ডার হার্ডওয়্যার দোকান থেকে ১৫ হাজার, অতিরিক্ত দাম ও মেয়াদোত্তীর্ণ থাকার কারণে মেসার্স নাসির হার্ডওয়্যার থেকে ২০ হাজার টাকা, একই অপরাধে জে এন্ড জে টুলস সপ হার্ডওয়ার দোকান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।