বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

0
বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরগুনা আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। 

সোমবার এ তথ্য জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতর।

ডেঙ্গুতে মারা যাওয়া দুইজন হলেন, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী মামলু হাওলাদার ও গুইশাখালী গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী নারী জয়নব বিবি। 

এ নিয়ে বরিশালের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে ২২ জনের মৃত্যু হলো। কিন্তু বাস্তবে এ সংখ্যা আরও বেশি। গত ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত বরিশাল বিভাগে ১১ হাজার ৭৩৫ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা জেলায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৫৮৯ জন। চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়েছেন ১১ হাজার ৪০০ রোগী। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩১৩ জন রোগী। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গুর প্রকোপ কমেছে। আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। ডেঙ্গু চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here