জাতীয় ভোটার দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সভায় ভোটার হওয়ার নিয়ম কানুন এবং ভোট প্রদানের উপর গুরুত্বারোপ করেন।