আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে বরিশালে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার আদালত বর্জন করে আদালত চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এ সময় তারা বলেন, আগামী ৭ জানুয়ারি একতরফা নির্বাচনের আয়োজন করা হয়েছে। এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে না। তাই ৭ জানুয়ারির নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপিপন্থী আইনজীবীরা।