বরিশালে জাটকা বিক্রির দায়ে পাঁচজনকে জরিমানা

0
বরিশালে জাটকা বিক্রির দায়ে পাঁচজনকে জরিমানা

বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারে জাটকা বিক্রির সময় আটক পাঁচ বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ এ জরিমানা করেন। 

জরিমানা দেওয়া বিক্রেতারা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা মো. হাবীব, আন্ধামানিক এলাকার মো. শাহে আলম, হিজলার শ্রীপুর এলাকার মো. মনির হোসেন বেপারী, একই এলাকার শাহে আলম দেওয়ান ও আলীগঞ্জের মো. রিপন। 

হিজলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় হিজলার কাউরিয়া বাজারে বিক্রির সময় ১২০ কেজি জাটকাসহ পাঁচজনকে আটক করা হয়। পরে আটককৃতদের জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। 

অভিযানে বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাক, হিজলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালসহ পুলিশের একটি দল অংশ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here