বরিশালে জলাবদ্ধতা নিরসনে দুই কিমি খাল খনন শুরু

0
বরিশালে জলাবদ্ধতা নিরসনে দুই কিমি খাল খনন শুরু

বরিশাল সদর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় অনাবাদি পড়ে থাকা আড়াই হাজার একর জমিকে চাষাবাদের আওতায় আনতে দুই কিলোমিটার খাল খনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার এ কাজের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, লুসিকান্ত হাজং, ওয়াহিদ মুরাদ, মো. নাজমুল ইসলাম, আল ইমরান, রাশেদ খান, আতায়ে রাব্বি, উত্তম ভৌমিক, খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

বিএডিসি জানায়, খালটি ৩০ ফুট চওড়া ও ৯ ফুট গভীর করে খনন করা হচ্ছে। পাশাপাশি ভেঙে পড়া কালভার্ট নতুন করে নির্মাণ হবে। এতে পাঁচ গ্রামের দুই হাজারের বেশি কৃষক উপকৃত হবেন।

স্থানীয় কৃষকরা জানান, বিলের পোল থেকে নাপিতবাড়ি পর্যন্ত ‘স্বনির্ভর খাল’ পুনঃখনন এবং মীরাবাড়ী সড়কের কালভার্ট পুনর্নির্মাণে সেচ সুবিধা বহুগুণ বাড়বে। বাড়তি মাটি দিয়ে সড়কও সংস্কার করা হবে।

উত্তম ভৌমিক জানান, জলাবদ্ধতা নিরসন হলে শুধু চরকাউয়া ইউনিয়নেই বছরে প্রায় দুই কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব হবে।

ডিসি খায়রুল আলম সুমন বলেন, বরিশালের ভরাট হয়ে যাওয়া সব খাল পর্যায়ক্রমে খনন করা হবে—জলাবদ্ধতা কমবে, সেচ ও উৎপাদন দুটোই বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here