বরিশাল নগরীর রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় এক ব্যক্তির জমিতে থাকা জনশূন্য একটি কাঠের ঘর রাতের আঁধারে ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার রাতের এ ঘটনায় বৃহস্পতিবার সকালে কোতয়ালী থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ মনির হোসেন হাওলাদার।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৪ সালে রূপাতলী গ্যাসটারবাইন সংলগ্ন মৃধা বাড়ি এলাকায় ৬ শতাংশ জমি ক্রয় করেন। ভূমি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নিজ নামে ওই জমির দলিল, এসএ রেকর্ড, হোল্ডিং, বৈদ্যুতিক মিটার এবং সব শেষ বিএস রেকর্ডও সম্পন্ন করেছেন। সেখানে কাঠের একটি ঘর নির্মাণ করে অস্থায়ীভাবে বসবাস করেন। গত বুধবার রাতে ঘরটি জনশূন্য থাকায় দুর্বৃত্তরা ঘর এবং ঘরে থাকা যাবতীয় আসবাসসহ অন্য মালামাল লুট করে নেয়। অভিযোগে কারো নাম উল্লেখ করেননি তিনি।