বরিশাল নগরীর বটতলা এলাকায় কুকুর জবাই চেষ্টার অভিযোগ উঠেছে রায়হান নামে এক যুবকের বিরুদ্ধে। এসময় কুকুরটি ছুটে পালিয়ে যায়। স্থানীয়রা কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত প্রাণীটিকে বাঁচানো যায়নি। রবিবার দুপুরে নগরীর বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
বটতলা বাজারের মাংস বিক্রেতারা জানান, রায়হান বাজারের কোনো দোকানের কর্মচারি না। মানসিক ভারসাম্যহীন রায়হান বিভিন্ন সময় পশু-পাখি জবাই করে। আজ বাজারে এসে একটি কুকুর জবাই করার চেষ্টা করে। ঠিকমতো জবাই করতে না পারায় কুকুরটি পালিয়ে যায়। কুকুরটি ছুটে গিয়ে বটতলা এলাকার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে একটি গলিতে গিয়ে আশ্রয় নেয়। পরে তাকে স্থানীয়রা চিকিৎসা দিলেও কুকুরটি বাঁচানো যায়নি।
বরিশাল নগরীর আলেকান্দা পুলিশ ফাঁড়ির এএসআই সাবু বিন ইসলাম জানান, অভিযুক্ত রায়হান বটতলা এলাকার দিলবাগ গলির বাসিন্দা। এ ঘটনার পর তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।