ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এছাড়া সড়কে জুমার নামাজ আদায় শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
শুক্রবার দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা কর্মসূচি পালন শুরু করে। বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বেলা ১টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর (জুলাই চত্বর) এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। এতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় জুমার নামাজ শেষে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ করে তারা নথুল্লাবাদ এলাকায় গিয়ে কর্মসূচিতে যোগ দেন।
সমাবেশ শেষে তারা বরিশাল-ঢাকা মহাসড়কে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এরপর বিপ্লবী ছাত্রজনতা বিক্ষোভ মিছিল নিয়ে বিএম কলেজ রোড ও সদর রোড হয়ে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশ শেষে আবারও হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এদিকে, জুমার নামাজ শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা–কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

