বরিশাল সদর উপজেলার কর্নকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মাহবুবুল আলম খান (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত রবিবার দিবাগত রাত ৩টায় কর্নকাঠীর বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন মার্কেটের মিতু স্টোর নামে একটি দোকানে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে তারা।
আটক মাহবুব মাদারীপুর জেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া খানবাড়ির মজিদ খানের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিস্ট থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।