বরিশালে আইনকানুন কৌশল ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
বরিশালে আইনকানুন কৌশল ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বরিশালের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের নিয়ে মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয় বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আইনের মূল উদ্দেশ্য। কোন দাবি বৈধ আর কোনটি নয় সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে আইন জানতে হবে। আইন জানা থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেকোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আইন বিষয়ে জ্ঞান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুধু সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে না, বরং অনাকাঙ্খিত ভুল ও বিশৃঙ্খলা এড়িয়ে সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।’

তিনি বলেন, ‘আইন জানা সবার জন্য গুরুত্বপূর্ণ। কোনো আইনি ঝামেলা তৈরি হলে সেটি এড়িয়ে যাওয়ার যে মনোভাব দীর্ঘদিন ধরে চলে আসছে সেটি পরিহার করতে হবে। প্রতিষ্ঠানে সরকারি মামলা হলে তা অবহেলা করা যাবে না। অন্যথায় প্রতিষ্ঠান  তথা সরকারের দুর্নাম হবে।’

সচিব মাহবুবা ফারজানা আরও বলেন, সরকারি কর্মচারীদের পক্ষে প্রতিটি আইনের ধারা মুখস্থ রাখা সম্ভব নয়। তবে যখন কোনো আইন নিয়ে আলোচনার প্রয়োজন হয়, তখন জানা দরকার যে কোন বইয়ের কোন ধারায় বিষয়টি উল্লেখ আছে। কেননা আইন সময়সীমা নির্ভর, সঠিক সময়ে সঠিক ধারা তুলে ধরতে না পারলে অনেক সময় জটিল পরিস্থিতির শিকার হতে হয়। তাই নিজের স্বার্থে বা প্রতিষ্ঠানের প্রয়োজনে এবং সর্বোপরি সরকারের সুনাম বৃদ্ধিতে আইনের বিষয়ে ধারণা থাকা জরুরি। আইনের জ্ঞানই আমাদেরকে আত্মবিশ্বাসী করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং জনগণের কাছে রাষ্ট্রের প্রতি আস্থা আরও বৃদ্ধি করে।

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here