দেশবরিশালে অর্ধ কেজি গাঁজাসহ দম্পতি আটকBy AmarNews.com.bd - January 26, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদের আটক করে বিএমপি’র কাউনিয়া থানা পুলিশ। আটকৃতরা হলো- পলাশপুর বৌ বাজার এলাকার মো. কালাম মোল্লা (৫৫) তার স্ত্রী কুলসুম বেগম (৪২)।