বরিশালের বিসিক এলাকায় গোডাউনে অগ্নিকাণ্ড

0

বরিশালের বিসিক এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

৩০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েন। এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নগরের কাউনিয়ার এলাকার একটি গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এমন খবর পেয়ে আমাদের ৬ টি ইউনিট ঘটনাস্থলেগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে গোডাউনটি চারদিক থেকে আটকানো ও মালামালে পরিপূর্ণ থাকায় আগুন নেভাতে শুরুতে কিছুটা বেগ পেতে হয়। 

পরে ধোয়ার কারণেও কিছুটা বেগ পেতে হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া তাৎক্ষণিক বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই তারা গোডাউনে আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন আর আগুন পুরো নিভিয়ে ফেলতে একঘণ্টার অধিক সময় লাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here