দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে রওয়ানা হন তিনি।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলের নেতারা।