বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১ আহত ১০

0

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় এ ঘটনা ঘটে। 

রাত ১টা পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ জন গুরুতর আহত রয়েছেন।

আহতরা হলেন হানিফ পরিবহনের বাসের সহকারী (হেলপার) মো. বেল্লাল হোসেন,  যাত্রী মশিউর রহমান,  আব্দুর রহিম রিয়াজ ও নাসির উদ্দিন, অনিমেশ মজুমদার ও নিপা খানম। তবে নিহতের নাম কিংবা বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করে। 

এ বিষয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসেন জানান, গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় রাত ১টা পর্যন্ত ৭ জন ভর্তি হয়। এরমধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী। আহতরা শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তাদের সার্জারি ও অর্থপেডিক্স বিভাগে ভর্তি রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here